চলতি মাসেই আসছে টেসলা’র মডেল ওয়াই

১৪ মার্চ নতুন টেসলা মডেল ওয়াই উন্মোচন করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 08:31 AM
Updated : 4 March 2019, 08:31 AM

রোববার বেশ কয়েকটি টুইট বার্তায় নতুন এসইউভি গাড়ি উন্মোচনের কথা নিশ্চিত করেছেন মাস্ক। ১৪ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের এলএ ডিজাইন স্টুডিওতে এক ইভেন্টে উন্মোচন করা হবে গাড়িটি-- খবর রয়টার্স-এর।

টুইট বার্তায় মাস্ক বলেন, “মডেল ওয়াই এসিউভি হওয়ার কারণে মডেল ৩ থেকে ১০ শতাংশ বড়, তাই এর দাম ১০ শতাংশ বেশি হবে এবং একই ব্যাটারি প্যাকে কিছুটা কম পথ পাড়ি দেবে।”

চীনের শাংহাইতে ইতোমধ্যেই কারখানা তৈরির কাজ শুরু করেছে টেসলা। ওই গিগাফ্যাক্টরিতেই মডেল ৩ এবং মডেল ওয়াই উৎপাদন করবে টেসলা। বছরে আড়াই লাখ গাড়ি তৈরির লক্ষ্য রয়েছে এই কারখানায়।

চলতি সপ্তাহের শুরুতেই মডেল ৩-এর ৩৫ হাজার মার্কিন ডলার সংস্করণের বিক্রি শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। খরচ কমাতে স্টোর বন্ধ করে শুধু অনলাইনে গাড়ি বিক্রির ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।