শেয়ার বাজারে ফিরলো ডেল

পাঁচ বছর পর শুক্রবার আবারও শেয়ার বাজারে ফিরেছে ডেল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2018, 11:41 AM
Updated : 29 Dec 2018, 11:41 AM

২০১৩ সালে সিলভার লেইক-এর সঙ্গে ২৫০০ কোটি মার্কিন ডলারে পড়তে থাকা প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানাধীন করেন ডেল প্রধান ও প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। পরবর্তীতে পাঁচ বছরে ক্লাউড কম্পিউটিং, এন্টারপ্রাইজ ও গেইমিং পিসি বিভাগে আয় বেড়েছে প্রতিষ্ঠানটির।

শুক্রবার ৪৬ মার্কিন ডলারে আবারও শেয়ার বাজারে নাম লিখিয়েছে ডেল। শেয়ার বাজারে ঢোকার পর দ্রুতই লেনদেন শুরু করেছে প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এর আগে চলতি বছরের শুরুতে আবার শেয়ার বাজারে আসার কথা জানিয়েছিল একসময় পিসি ও সার্ভার বাজারে প্রতাপশালী এই প্রতিষ্ঠানটি।

শেয়ার বাজারে আগে থেকেই নাম থাকায় নতুন করে আইপিও প্রক্রিয়া এবং প্রশ্ন বা চাপের মধ্য দিয়ে যেতে হয়নি ডেলকে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ডেল-এর ২৪ শতাংশ শেয়ার ফিরে পাচ্ছে সিলভার লেইক।

প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় নেওয়ার লক্ষ্য পূরণ হওয়ায় এখন আবার নতুন করে বিনিয়োগকারী ও অংশীদার খুঁজতে পারবেন মাইকেল ডেল।