এই সম্ভাব্য নীতিমালা বদলের সিদ্ধান্ত আসতে পারে আয়ারল্যান্ডের ‘ডেটা প্রটেকশন কমিশনের’ দুটি রায়ের সময়সীমা শেষ হওয়ার আগেই।
ব্যবহারকারীদের প্রোফাইল পেইজের উপরে ডান পাশের কোণায় থাকা ‘হ্যামবার্গার’ আইকনে এই ফিচার পাওয়া যাবে। এতে ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহারের সময়সীমা ঠিক করে দিতে পারবেন, সেইসঙ্গে নোটিফিকেশকন বন্ধ করার সুযোগও পাবেন এতে- খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।
ফেইসবুকও ইনস্টাগ্রামকে অনুসরণ করবে ও নিজেদের ড্যাশবোর্ডে এমন ফিচার যোগ করবে বলা আশা করা হচ্ছে- বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। এর নাম দেওয়া হবে “ইওর টাইম অন ফেইসবুক।”
‘'স্ক্রিন টাইম’ নামে একই রকম একটি ফিচার আইওএস-এ নিয়ে এসেছে অ্যাপল। অ্যান্ড্রয়েড ৯.০-তে ‘ডিজিটাল ওয়েলবিইংস’ নামে একটি ড্যাশবোর্ড আনছে গুগল।
ইনস্টাগ্রামের নতুন এই ফিচার শীঘ্রই আনা হবে বলে আশা করা হচ্ছে।