অকুলাস গো-তে এলো ইউটিউব ভিআর

অকুলাস গো মোবাইল ভিআর হেডসেটের জন্য ভার্চুয়াল রিয়ালিটি অ্যাপ চালু করেছে ইউটিউব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 11:04 AM
Updated : 13 Nov 2018, 11:04 AM

চলতি বছরের সেপ্টেম্বরে কানেক্ট ডেভেলপার সম্মেলনে নতুন এই অ্যাপ আনার ঘোষণা দেয় ফেইসবুক মালিকানাধীন ভিআর প্রতিষ্ঠান অকুলাস। অকুলাস স্টোর থেকে ইউটিউব ভিআর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গ্রাহক--খবর প্রযুক্তি সাইট ভার্জের।

অকুলাস ভিআর-এর আগে একই ধরনের অ্যাপ আনা হয়েছে স্যামসাং গিয়ার ভিআর, সনি প্লেস্টেশন ভিআর, গুগল ডেড্রিম ভিআর এবং ডেস্কটপ ভিআর হেডসেটে।

ভিআর ভিডিওর ভক্ত এবং গেইমার নন এমন গ্রাহকদের লক্ষ্য করেই এবার অকুলাস গো-তে চালু করা হয়েছে ইউটিউব ভিআর।

ইউটিউব ভিআর অ্যাপের মাধ্যমে ৩৬০ ভিডিওর পাশাপাশি সাধারণ ভিডিও দেখতে পারবেন গ্রাহক।

প্রথমে শুধু গুগল কার্ডবোর্ড বা গুগল ডেড্রিম হেডসেটের জন্যই চালু করা হয়েছিল অ্যাপটি।  এবার অকুলাস হেডসেটের জন্য অ্যাপটি আনার মাধ্যমে এই অবস্থান থেকে সরে আসছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

অকুলাস হেডসেটে ইউটিউব আনার পাশাপাশি নতুন কাস্টিং ফিচার চালু করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নিজের ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা সহজেই অন্য বন্ধুদের মোবাইল ডিভাইস ও টিভিতে স্ট্রিম করতে পারবেন গ্রাহক।

এর আগে শুধু ‘অকুলাস গো’ হেডসেট ছিল প্রতিষ্ঠানটির। এবার নতুন ‘অকুলাস কোয়েস্ট’ নামে আরেকটি ভিআর হেডসেট উন্মোচন করেছে তারা।