দুই বছরে ব্যবসায় ১০ গুণ করতে চায় ট্যাক্সিফাই

আফ্রিকার শীর্ষ অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান ট্যাক্সিফাই সামনের দুই বছরের মধ্যে আফ্রিকায় নিজেদের ব্যবসা ১০ গুণ করার আশা করছে। প্রতিষ্ঠানটি ইউরোপে মার্কিন প্রতিষ্ঠান উবাবের অন্যতম প্রতিদ্বন্দ্বী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 06:03 PM
Updated : 11 Nov 2018, 06:03 PM

বর্তমানে প্রতিষ্ঠানটি ইউরোপ থেকে উবারের আধিপত্য সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছে, রয়টার্স-কে এমনটাই বলেছেন ট্যাক্সিফাইয়ের প্রধান নির্বাহী মার্কাস ভিলিং। তিনি বলেন, বর্তমানে ২৫টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির দেড় কোটি গ্রাহক ও পাঁচ লাখ চালক রয়েছে। চলতি বছর রাইড থেকে শতকোটি ইউরো আয় করার লক্ষ্যেও আগাচ্ছে প্রতিষ্ঠানটি।

এস্তোনিয়ার এই প্রতিষ্ঠান ২০১৯ সালের মধ্যে আরও সেবা ও দেশ যুক্ত করতে চাচ্ছে। চলতি বছরের শুরুতে ট্যাক্সিফাই পর্তুগালের লিসবনে কার্যক্রম চালু করে। লিসবনেই এক সম্মেলনে এসব তথ্য দিয়েছেন ভিলিং। তিনি বলেন, “সামনের দুই বছরের মধ্যে আফ্রিকায় ব্যবসা অন্তত ১০গুণ করার বিশাল সম্ভাবনা দেখছি।” 

চলতি বছর মে মাসে ট্যাক্সিফাই গাড়িনির্মাতা জার্মান প্রতিষ্ঠান ডাইমলার-এর নেতৃত্বে থাকা একটি গ্রুপের কাছ থেকে ১৭ কোটি ৫০ লাখ ডলার তহবিল সংগ্রহ করে।

যুক্তরাষ্ট্রের স্যান-ফ্রানসিসকো উবার বর্তমানে ৮০টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে, ইউরোপে বাজারের শীর্ষেও এই প্রতিষ্ঠানই।