ফেইসবুক অ্যাকাউন্ট ‘নকল’ হওয়ার মেসেজ ভুয়া

নিজেদের অ্যাকাউন্ট ‘ক্লোনড’ হয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন কয়েকজন ফেইসবুক ব্যবহারকারী। হুবহু নকল আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়া কোনো বন্ধুর বার্তা পাওয়ার পর এমন অভিযোগ তোলেন তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 03:12 PM
Updated : 8 Oct 2018, 03:12 PM

রোববার ওই ভুয়া মেসেজ ভাইরাল হয়ে যায়। এতে জানানো হয়, যিনি এই মেসেজ পাঠিয়েছেন তিনি প্রেরকের অ্যাকাউন্টের হুবহু নকল একটি অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছেন। মেসেজটিতে বলা হয়, “হাই,  আমি আসলে গতকাল তোমার কাছ থেকে আরেকটি ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি… ওইটি আমি এড়িয়ে যাই তাই হয়তো তুমি হয়তো তোমার অ্যাকাউন্টটি যাচাই করতে চাইতে পার।”

ওই বার্তায় আরও লেখা ছিল- “ফরোয়ার্ড বাটন দেখা না যাওয়া পর্যন্ত মেসেজটিতে তোমার আঙ্গুল চেপে রাখ… তারপর ফরোয়ার্ড চাপ ও তুমি পাঠাতে চাও এমন সবার কাছে এটি পাঠাও। আমার এটি সবাইকে আলাদাভাবে পাঠাতে হয়েছিল। ভালো থেকো!”

মার্কিন সাময়িকী টাইম-এর প্রতিবেদন মতে, এই ঘটনায় নিজেদের অ্যাকাউন্ট ‘ক্লোনড’ হয়েছে ভেবে ফেইসবুক ব্যবহারকারীরা প্রতারিত হচ্ছিলেন।

এ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি এখনও কোনো মন্তব্য করেননি বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৬ সালে ফেইসবুকের একই ধরনের একটি বড় ক্লোনিং স্ক্যামের ঘটনা ঘটে।

এবারের ঘটনায় সর্বোত্তম সমাধান হচ্ছে, মেসেজটি মুছে ফেলা আর বিষয়টি এড়িয়ে যাওয়া-- এমনটাই ভাষ্য মার্কিন সাময়িকীটির।