তৃতীয় প্রান্তিকে রেকর্ড লাভের প্রত্যাশা স্যামসাংয়ের

বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড লাভের প্রত্যাশা করছে স্যামসাং ইলেকট্রনিকস। মেমোরি চিপের চাহিদা বাড়ায় লাভ বাড়ার আশা করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2018, 10:30 AM
Updated : 5 Oct 2018, 10:30 AM

স্যামসাংয়ের ধারণা তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানের পরিচালন লাভ দাঁড়াবে প্রায় ১৫৫০ কোটি মার্কিন ডলার, যা এক বছর আগের চেয়ে ২০.৪ শতাংশ বেশি-- খবর বিবিসি’র।

আগের বছরই ইনটেলকে ছাড়িয়ে সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানের তকমা পায় ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির আশা সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানের সর্বমোট বিক্রি দাঁড়াবে ৬৫ ট্রিলিয়ন ওন, আগের বছরের চেয়ে ৪.৮ শতাংশ বেশি।

মোবাইল ডিভাইসে মেমোরি চিপের চাহিদা বাড়ায় আগের কয়েক বছর ধরেই আয় বাড়ছে প্রতিষ্ঠানটির। কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশের দাম কমতে থাকায় আয় আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানের মোট আয়ের ৮০ শতাংশ এসেছে চিপ ব্যবসা থেকে।

অন্যদিকে মোবাইল বিভাগে কিছু বাধার মুখে পড়েছে স্যামসাং। জুলাই মাসে প্রত্যাশার চেয়ে বিক্রি কম হয়েছে ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি ৯ স্মার্টফোনের।

স্মার্টফোন ব্যবসায় অ্যাপলের তীব্র প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছে স্যামসাং। এ ছাড়া হুয়াওয়ে’র মতো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর থেকেও চাপে রয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি শীর্ষ স্মার্টফোন বিক্রেতার তালিকায় দ্বিতীয় অবস্থান দখল করেছে হুয়াওয়ে।

চলতি মাসের শেষে তৃতীয় প্রান্তিকে আয়ের বিস্তারিত হিসাব প্রকাশের কথা রয়েছে স্যামসাংয়ের।