গেইম খেলার সময় কেবল ভালো মানের মিউজিক নয়, বরং হঠাৎ করে চলে আসা শব্দগুলোও গেইমের সাউন্ডট্র্যাককে অর্থবহ করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
ইসরায়েলভিত্তিক বৈশ্বিক ইনটেলিজেন্স প্রতিষ্ঠান সিমিলারওয়েব প্রতি বছর যুক্তরাষ্ট্রের মানুষের সবচেয়ে বেশি ভিজিট করা ওয়েবসাইটগুলোর তালিকা প্রকাশ করে। এক্ষেত্রে ওয়েব ট্রাফিকের উপর নির্ভর করেই তালিকা বানায় প্রতিষ্ঠানটি।
সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটগুলোর মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য বানানো কিছু সংখ্যক সাইট থাকাটা অবাক হওয়ার কিছু নয়। তবে দুটি পর্ন সাইট তালিকায় টুইটার, ইবে আর নেটফ্লিক্স-এর চেয়েও উপরে অবস্থান নিয়েছে, এমনটাই বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনাটির প্রতিবেদনে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভিজিট হওয়া সাইটগুলোর তালিকায় শীর্ষে ছিল গুগল, ফেইসবুক আর ইউটিউব। আর শীর্ষ ১০ সাইটের মধ্যে অবস্থান নেয় তিনটি পর্নোগ্রাফিক সাইট।