ওয়ানপ্লাসে আসছে অ্যান্ড্রয়েড পাই

ওয়ানপ্লাস ৬-এ অ্যান্ড্রয়েডের ১৬তম সংস্করণ ও নবম বড় আপডেট অ্যান্ড্রয়েড পাই ৯.০ আনার ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 04:56 PM
Updated : 22 Sept 2018, 04:56 PM

এই সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে স্মার্টফোনটিতে ‘অ্যাডাপটিভ ব্যাটারি’ ফিচার যোগ হবে। এই ফিচার ব্যবহারকারী কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করে তা শনাক্ত করে ওই অ্যাপ ব্যবহারে ব্যাটারি খরচের প্রাধান্য দেয়।

শুক্রবার ওয়ানপ্লাস-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ওয়ানপ্লাস মানুষকে সম্ভাব্য সর্বোত্তম হার্ডওয়্যার ও সফটওয়্যার অভিজ্ঞতা দেওয়ার ধারণায় চলে।”

প্রতিষ্ঠানটি আরও জানায়, “অ্যান্ড্রয়েড পাই প্ল্যাটফর্ম আপডেটের মাধ্যমে ওয়ানপ্লাস ৬-এ একদম নতুন অ্যান্ড্রয়েড পাই ইউআই, অ্যান্ড্রয়েড পি জেশ্চার ন্যাভিগেশন, রঙ বিশেষায়িত করার বর্ধিত সুযোগ ও অন্যান্য ফিচার আসছে।”

ওয়ানপ্লাস ৬-এর আগে আসা ওয়ানপ্লাস ৫টি আর ওয়ানপ্লাস ৫-এর জন্য অ্যান্ড্রয়েডের এই আপডেট আনতে চাচ্ছে প্রতিষ্ঠানটি, এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

চলতি বছর অগাস্টে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড পাই আনে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।