গিটহাব ক্রয়: সিদ্ধান্ত ১৯ অক্টোবর

ব্যক্তি মালিকানাধীন কোড হোস্টিং সাইট গিটহাব ক্রয়ের ব্যাপারে ১৯ অক্টোবর সিদ্ধান্ত দেবে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্টিট্রাস্ট নীতি নির্ধারক দল। সাড়ে সাতশ’ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনতে চায় মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2018, 05:34 PM
Updated : 17 Sept 2018, 05:34 PM

ক্লাউড কম্পিউটিং ব্যবসার গতি বাড়ানোর লক্ষ্যেই গিটহাব অধিগ্রহণে আগ্রহী হয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে অ্যামাজনের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে টক্কর দেওয়ার প্রয়াশ করছে মাইক্রোসফট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চুক্তি বাস্তবায়নে শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। সোমবার ইউরোপিয়ান কমিশনের ওয়েবসাইটে এটির নথি প্রকাশ করা হয়েছে।

কোনো প্রকার শর্ত ছাড়াই এতে অনুমোদন দিতে পারে ইইউ। আবার এটি যদি গুরুতর কিছু হয় তবে পুরোদমে একটি তদন্তও শুরু করতে পারে তারা।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কোড হোস্টিং সাইট গিটহাব। ২.৮ কোটি ডেভেলপার প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।

লেনদেন সম্পন্ন হলে এটি হবে মাইক্রোসফট ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের অধিগ্রহণ। এর আগে ২০১৬ সালে ২৬০০ কোটি মার্কিন ডলার লিঙ্কডইন কেনে তারা।