সফলতম আইফোন হওয়ার পথে আইফোন X

২০১৮ সালের অগাস্ট পর্যন্ত ৬.৩ কোটি ইউনিট বিক্রির মাধ্যমে অ্যাপলের আইফোন X এখন পর্যন্ত সবচেয়ে সফল, সবচেয়ে বেশি আয় ও লাভ এনে দেওয়া আইফোনে পরিণত হওয়ার পথে রয়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ-এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2018, 01:30 PM
Updated : 12 Sept 2018, 01:30 PM

একই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্রির দিক থেকে সবচেয়ে সফল আইফোন ছিল আইফোন ৬। মোট স্মার্টফোন চালানের দিক থেকে এখনও এই আইফোন X-এর চেয়ে আইফোন ৬ এগিয়ে আছে। অন্যদিকে বিক্রি শুরুর প্রথম ১০ মাস সময়ে মোট চালানের হিসেবে আইফোন X-এর তুলনায় আইফোন ৬ বিক্রি হয়েছে তিন কোটি বেশি। বিক্রি সংখ্যার দিক থেকে এই সময়ের মধ্যে আইফোন ৬-কে ছাড়াতে না পারলেও আয়ের দিক থেকে এগিয়ে গিয়েছে আইফোন X।  

কাউন্টারপয়েন্ট-এর ‘মার্কেটিং মনিটর’ প্রতিবেদনের তথ্য মতে, ২০১৪ সালে আইফোন ৬ আনার পর আইফোন X বিক্রির সমান সংখ্যক আইফোন বিক্রি করতে অ্যাপলের সময় লেগেছিল ছয় মাস।

“অ্যাপলের প্রথম টিলিয়ন ডলার প্রতিষ্ঠান হওয়ার পেছনে আইফোন X একটি উপাদান”- মন্তব্য কাউন্টারপয়েন্ট-এর। 

মোট আইফোন X বিক্রির মাত্র এক শতাংশ ভারতে হলেও যুক্তরাষ্ট্রের বাজারে এই আইফোন ভালো সাড়া ফেলেছে। বাজারে ছাড়ার শুরু মাসগুলোতে যুক্তরাষ্ট্রে এর চাহিদা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।