পছন্দের ইমোজি আলাদা করে দেখাবে ইনস্টাগ্রাম

নিজেদের অ্যাপে ব্যক্তিগত পছন্দের ইমোজির শর্টকাট এনেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারী কোনো কমেন্ট করতে গেলে কিবোর্ডের উপরে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজিগুলো দেখানো হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2018, 02:25 PM
Updated : 11 Sept 2018, 02:25 PM

বৃহস্পতিবার নতুন এই ফিচার বিস্তৃতভাবে আনা হয়েছে বলে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিন্তু চলতি বছর মে মাস থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস-এ ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ছবি শেয়ারিং অ্যাপটি।

স্টোরি বা নিজের পোস্টগুলোতে ক্যাপশন দেওয়া বা কিবোর্ড ব্যবহার করা হয় না এমন স্থানগুলোতে নতুন এই ইমোজি বার দেখানো হবে না। কিন্তু ইমোজি দিয়ে কমেন্ট করা বিশাল সংখ্যক ব্যবহারকারীর জন্য এই ফিচার কাজে দেবে, বলা হয় প্রতিবেদনে। 

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক অধীনস্থ ইনস্টাগ্রাম-এর আইওএস এবং অ্যান্ড্রয়েডে আনা সর্বশেষ আপডেটে নতুন এই ফিচার ব্যবহার করা যাচ্ছে।