গুগল ইভেন্ট ৯ অক্টোবর

উন্মোচন অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে ৯ অক্টোবর নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে পিক্সেল ৩ ও  পিক্সেল ৩ এক্সএল উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 03:03 PM
Updated : 7 Sept 2018, 03:03 PM

আমন্ত্রণ পত্রে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এতে বলা হয়েছে “আই <3 এনওয়াই”। এখানে হার্ট ইমোজিকনের ইংরেজি ৩ অঙ্ক থেকে পিক্সেল ৩ ধারণা করা যেতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

ইতোমধ্যেই গুগলের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসের বেশ কিছু ছবি ও তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি ফাঁস হওয়া নতুন ছবিতে দেখা গেছে আগের ধারণা মতোই ডিভাইসটির ওপরে রাখা হয়েছে নচ। আর নিচের দিকে বড় চিন বারও দেখা গেছে। চিনের মধ্যেই বসানো হয়েছে স্পিকার।

ডিভাইসটি থেকে বাদ দেওয়া হতে পারে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও।

ধারণা করা হচ্ছে পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সএল উভয় ডিভাইসের নকশাও কিছুটা বদলাবে গুগল। ডিভাইসটির পেছনে পুরো কাঁচের সঙ্গে একটি ক্যামেরা রাখা হতে পারে। আর সামনে বসানো হতে পারে ডুয়াল ক্যামেরা।

২০১৬ সালে প্রথম পিক্সেল সিরিজ উন্মোচন করে গুগল। বলা হচ্ছে এবার এটির তৃতীয় প্রজন্ম বাজারে আনবে প্রতিষ্ঠানটি।

৯ অক্টোবরের অনুষ্ঠানে স্মার্টফোনের পাশাপাশি অন্যান্য হার্ডওয়্যার পণ্যও উন্মোচন করতে পারে গুগল।

আরও খবর-