এশিয়ায় প্রথম ডেটা সেন্টার বানাচ্ছে ফেইসবুক

এশিয়ায় নিজেদের প্রথম ডেটা সেন্টার বানাতে শতকোটি ডলারেরও বেশি বিনিয়োগ করবে ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2018, 08:02 AM
Updated : 7 Sept 2018, 08:02 AM

সিঙ্গাপুরে ২০২২ সালে এই ডেটা সেন্টার চালুর লক্ষ্য নেওয়া হয়েছে, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

দেশটিতে ডেটা সেন্টার উন্নয়নে ৮৫ কোটি ডলার বিনিয়োগ করছে আরেক মার্কিন প্রতিষ্ঠান গুগলও। গুগলের ডেটা সেন্টারের কাছেই হতে যাচ্ছে ফেইসবুকের নতুন এই ডেটা সেন্টারটি, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

সিংঙ্গাপুরে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে এক সম্মেলনে ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট টমাস ফুরলং বলেন, “এটি হবে এশিয়ায় আমাদের প্রথম ডেটা সেন্টার।” এই ডেটা সেন্টার ২০২২ সালে চালু হবে বলে আশা করা হচ্ছে, যদিও তা নির্মাণকাজের গতির উপর নির্ভর করবে।

ফেইসবুকের এক বিবৃতিতে বলা হয়, ১,৭০,০০০ বর্গমিটার এই জায়গায় ১৪০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করা হবে আর এতে কয়েকশ’ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড আর সুইডেনে ফেইসবুকের কয়েকটি ডেটা সেন্টার রয়েছে। আর ডেনমার্কে প্রতিষ্ঠানটির আরেকটি ডেটা সেন্টার তৈরির কাজ চলছে।