ব্যবহারকারীদের সাদৃশ্য দেখাবে ফেইসবুক

ব্যবহারকারীদের মধ্যে সাদৃশ্য খুঁজে সেগুলো ‘হাইলাইট’ করতে চায় ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2018, 02:09 PM
Updated : 26 August 2018, 02:09 PM

যুক্তরাষ্ট্রে ফেইসবুক নিজেদের প্ল্যাটফর্মে ‘থিংস ইন কমন’ ফিচার নিয়ে একটি ছোট পরীক্ষা চালাচ্ছে। প্রযুক্তি সাইট সিনেটকে এ কথা নিশ্চিত করে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি বলেছে, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে সাদৃশ্য থাকা বিভিন্ন বিষয় খুঁজে বের করা হবে।

এর ফলে ব্যবহারকারীরা কোনো পোস্টের কমেন্ট আলাপচারিতায় ব্রাউজ করার সময় কারও নামের উপরে এই লেবেল দেখতে পারেন। এর মাধ্যমে হয়তো বোঝানো হবে যে ওই দুই ব্যবহারকারী একই স্কুলের বা তারা একই এলাকার, বলা হয় প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

ফেইসবুক জানিয়েছে, এক্ষেত্রে তারা শুধুই পাবলিক করে রাখা তথ্য দেখাবে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র সিনেট-কে বলেন, “শেয়ার করা ‘থিংস ইন কমন’ জানার মাধ্যমে মানুষকে সংযুক্ত করতে সহায়তা করা হবে।”

ফেইসবুক প্রধান জাকারবার্গ সবসময়ই মানুষকে সংযুক্ত করার বিষয়টিকে তার প্রতিষ্ঠানের লক্ষ্য হিসেবে বলে থাকনে। ইতোমধ্যে এই সামাজিক মাধ্যমে ‘পিপল ইউ মে নো’ নামের একটি ফিচার চালু রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীদেরকে তারা চিনতে পারেন এমন সম্ভাব্য মানুষদেরকে বন্ধু তালিকায় যোগ করার জন্য দেখানো হয়।