২০২৩ সালে আসতে পারে ‘অ্যাপল কার’

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে উন্মোচন করা হতে পারে অ্যাপল কার, এমনটাই দাবি করেছেন হংকং-ভিত্তিক টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিস-এর শীর্ষস্থানীয় এক অ্যাপল বিশ্লেষক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 09:13 AM
Updated : 16 August 2018, 09:13 AM

এই খাতের অনেক বিশেষজ্ঞই মনে করেন অ্যাপল কার প্রকল্প হয়তো বাতিল করা হয়েছে। এ বিষয়ে এবার মত দিয়েছেন টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিস-এর মিং-চি কুয়ো।

এর আগে কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেক ছিলেন কুয়ো। অ্যাপল বিষয়ে সঠিক তথ্য ফাঁস করায় খ্যাতি রয়েছে তার।

কুয়োর বরাত দিয়ে মঙ্গলবার ম্যাকরিউমারস-এর প্রতিবেদনে বলা হয়, “অ্যাপল পণ্য সেবা, একটি অগমেন্টেড রিয়ালিটি হেডসেট এবং একটি অ্যাপল কার দিয়ে দুই ট্রিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্যে পৌঁছাবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।”

বিনিয়োগকারীদেরকে নতুন একটি নোট পাঠিয়েছেন কুয়ো। তার ধারণা মতে অ্যাপল ভবিষ্যতে যে পণ্যগুলো উন্মোচন করবে তার তালিকা রয়েছে এতে।

ম্যাকরিউমারস-এর প্রতিবেদনে বলা হয়, “২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে একটি অ্যাপল কার উন্মোচন করবে অ্যাপল, এই গাড়িটি হবে অ্যাপলের ‘পরবর্তী চমক’। কুয়োর মতে এই অ্যাপল কার অটোমোবাইল বাজারে বিপ্লব আনবে, যেমনটা ২০০৭ সালে আইফোন করেছিল।”

সম্ভাব্য এই গাড়ি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি কুয়ো। আর গাড়িটি ঠিক কবে উন্মোচন করা হবে তাও জানানো হয়নি।

অ্যাপল কার-এর পরিকল্পনা বরাবরই গোপন করে আসছে প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক স্বচালিত গাড়ির অনুমোদন পেয়েছে অ্যাপল।