শিশুদের মেসেঞ্জারে এলো নতুন ফিচার

শিশুদের জন্য আনা মেসেজিং সেবা মেসেঞ্জার কিডস-এ নতুন ফিচার যোগ করেছে ফেইসবুক। এর ফলে শিশুদের জন্য প্ল্যাটফর্মটিতে নতুন বন্ধু যোগ করা আরও সহজ হবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 06:42 PM
Updated : 15 August 2018, 06:43 PM

মঙ্গলবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, নতুন এই ফিচারে মা-বাবাদেরকে সেটিংস-এর একটি অপশন চালু করতে হবে। এই অপশন থেকে চার শব্দের একটি পাসফ্রেইস তৈরি হবে যা দিয়ে যোগাযোগের অনুরোধ করা যাবে।

এই অনুরোধ সরাসরি মা-বাবাদের কাছে সরাসরি পাঠানো হবে। এক্ষেত্রে প্ল্যাটফর্মটিতে শিশুদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এমন প্রতিটি কনটাক্ট মা-বাবার অনুমোদিত হতে হবে।

দুইজন শিশুর একে অন্যকে কনটাক্ট তালিকায় যোগ করতে দুজনের বাবা-মায়েরই অনুমোদন দরকার হবে, তারপর ওই শিশুরা তাদের মধ্যে আলাপ করতে পারবে।

নতুন ফিচার ছয় থেকে ১৩ বছর বয়সী শিশুরা তাদের কনটাক্টগুলোর সঙ্গে ছবি, ভিডিও আর টেক্সট মেসেজ আদানপ্রদান করতে পারবে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।