হ্যাকিংয়ের শিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হয়েছে হ্যাকিংয়ের শিকার হয়েছে, প্রোফাইল পিকচারের জায়গায় বিভিন্ন সিনেমা থেকে নেওয়া ছবি বসিয়ে দেওয়া হয়েছে- সামাজিক মাধ্যমে এমন অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 03:42 PM
Updated : 15 August 2018, 03:42 PM

ওই ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নামও বদলে দেওয়া হয়েছে আর তারা লগইন করতে পারছেন না বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। অ্যাকাউন্টগুলোতে তাদের নিবন্ধিত মেইল আইডি বদলে দিয়ে রুশ মেইল সেবাদাতা প্রতিষ্ঠান মেইল ডট আরইউ-এর বিভিন্ন মেইল অ্যাকাউন্টের আইডি বসিয়ে দেওয়া হয়েছে। 

নিজেদের সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত প্ল্যাটফর্ম রাখার চেষ্টা করছে বলে দাবি ফেইসবুক অধীনস্থ ছবি শেয়ারিং অ্যাপটির।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “আমরা যখন কোনো অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্থ হওয়ার কথা জানতে পারি, আমরা ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেই আর ক্ষতিগ্রস্থরা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়- যার মাধ্যমে তারা পাসওয়ার্ড বদলাতে পারে ও অ্যাকাউন্ট সুরক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।”

এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই খবর প্রকাশের সময় পর্যন্ত হ্যাকাররা কোনো কিছু চেয়েছে বলে জানা যায়নি। 

শেষ সাত দিনে ৮৯৯টি টুইটার অ্যাকাউন্ট একই ধরনের হ্যাকিংইয়ের শিকার হয়েছে বলে খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ম্যাশএবল।

এই আক্রমণ রাশিয়া থেকে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।