প্রকাশকদের গুরুত্ব দেন না জাকারবার্গ?

প্রকাশকদের গুরুত্ব দেন না ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ- বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমন উক্তি করেছেন বলে একটি খবর বেরিয়েছে। এ খবর প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 01:07 PM
Updated : 14 August 2018, 01:07 PM

সোমবার দ্য অস্ট্রেলিয়ান দৈনিকের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলীয় সংবাদকর্মীদের সঙ্গে এক বৈঠকে ফেইসবুকের হেড অফ নিউজ পার্টনারশিপস ক্যাম্পবেল ব্রাউন বলেন, “মার্ক জাকারবার্গ প্রকাশকদের গুরুত্ব দেন না কিন্তু আমাকে এই পরিবর্তনগুলো আনতে অনেক বেশি স্বাধীনতা ও ছাড় দেন।” ব্রাউন আরও বলেন, ফেইসবুকের সঙ্গে কাজ করার সুযোগ কাজে লাগান না এমন প্রকাশকরা ক্রমশ শেষ হয়ে যাবে।

মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদনে বলা হয়, “ফেইসবুক বলেছে এই মন্তব্যগুলো সঠিক নয় আর একদম অপ্রসাঙ্গিক।”

দ্য অস্ট্রেলিয়ান-এর দাবি, ব্রাউনের সঙ্গে ওই বৈঠকে থাকা পাঁচজনের দেওয়া তথ্য থেকে ওই  প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে ওই পাঁচজন তাদের পরিচয় গোপন রাখতে উল্লেখ করেছেন।

চলতি মাসের শুরুতে বিশ্বব্যাপী প্রকাশনা খাতকে সহায়তায় ৪৫ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফেইসবুক। 

এক ব্লগ পোস্টে ব্রাউন বলেন, “আমরা চলতি বছরের শেষ পর্যন্ত পাইলট প্রকল্পে মেট্রো সংবাদ প্রকাশকদের প্রশিক্ষণ দেওয়া অব্যাহত রাখব, গ্রাহকদের ধরে রাখায় নজর দিতে ২০১৯ সালে আমরা আবার তাদের সঙ্গে মিলিত হব।”