গ্রামীণফোনে শুরু হলো গ্যালাক্সি নোট ৯-এর প্রি-অর্ডার

১৩ অগাস্ট থেকে স্যামসাংয়ের সহযোগিতায় প্রতিষ্ঠানটির নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট ৯ এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে গ্রামীণফোন। চলতি বছর ২ সেপ্টেম্বর পর্যন্ত এটি চালু থাকবে। গ্রামীণফোন অনলাইন শপ, জিপি এন্টারপ্রাইজ মার্কেট এবং গ্রামীণফোন সেন্টারের মাধ্যমে প্রি-অর্ডার করা যাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 04:05 PM
Updated : 13 August 2018, 04:05 PM

এই স্মার্টফোনের দাম ৯৪,৯০০ টাকা আর যা প্রি-অর্ডার করতে ১০,০০০ টাকা দিতে হবে বলে জানিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোন ওয়েবসাইটে গিয়ে এই স্মার্টফোন প্রি-অর্ডার করতে পারবেন আগ্রহী ক্রেতারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “প্রি-অর্ডার করলে গ্রাহকরা কনভার্টইবল ওয়্যারলেস চার্জার বা জেবিএল ফ্লিপ ৪ বা নোট ৯ জেতার সুযোগ পাবেন। এ ছাড়াও থাকবে এক বছরের ওয়ারেন্টিসহ একবার বিনামূল্যে স্ক্রিন বদলানোর সুবিধা এবং ছয় থেকে ৩৬ মাসের সুবিধাজনক কিস্তি ব্যবস্থা।”

এই স্মার্টফোন প্রি-অর্ডারের সঙ্গে গ্রামীণফোনের গ্রাহকরা পাবেন সাত দিন মেয়াদে বিনামূল্যে ৯জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় সাতদিন মেয়াদে ৪ জিবি ইন্টারনেট। ইন্টারনেট কেনার এই অফার গ্রাহকরা পরবর্তী তিন মাসে ছয়বার ব্যবহার করতে পারবেন। এছাড়াও, গ্রামীণফোন চ্যানেলে প্রি-বুক করলে গ্রাহকদের বিনামূল্যে দেওয়া হবে ০১৭১১ সিরিজের ৪জি সিম।

আরও খবর-