টেসলা প্রাইভেট করতে চেয়ে মামলায় মাস্ক 

সম্প্রতি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রাইভেট করার বোমাফাটানো ধারণা প্রকাশ করেছেন প্রতিষ্ঠান প্রধান ইলন মাস্ক। এ কথা জানার পর অসন্তুষ্ট বিনিয়োগকারীরা মাস্ক-এর বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 01:29 PM
Updated : 13 August 2018, 01:29 PM

মঙ্গলবার মাস্ক বলেন, মার্কিন প্রতিষ্ঠানটির জন্য শেয়ারবাজার থেকে বের হয়ে আসা “সামনে এগুনোর সর্বোত্তম পথ” হতে পারে। তার এই মন্তব্যের পর টেসলার প্রতি শেয়ারমূল্য ১১ শতাংশ বেড়ে গিয়ে ৩৮০ ডলারে গিয়ে ঠেকে। যদিও এরপর তা আবার পড়ে গিয়েছে।

শেয়ারমূল্য পড়ে যাবে এমন অনুমান করা শর্ট-সেলারদের অভিযোগ মাস্ক বাজারকে ভুল দিকে পরিচালিত করেছেন। 

কোনো শেয়ারের মূল্য সামনে কমে যাবে এমন ধারণা করে মূল মালিকদের কাছ থেকে শর্ট -সেলাররা শেয়ার ধার নিয়ে নেন। তারপর ওই শেয়ার বেশি দামে বিক্রি করে দেন, দাম পড়ে যাবার পর তারা তা আবার কিনে মূল মালিককে ফেরত দিয়ে দেন। 

মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবনী ধারণা দেওয়ার জন্য পরিচিত মাস্ক তার ঘোষণায় জানান, তিনি প্রতি শেয়ার ৪২০ ডলার মূল্যে ধরে মোট ৭২০০ কোটি বাজারমূল্যে প্রতিষ্ঠানটিকে প্রাইভেট করে ফেলতে পারেন।

যদি এই চুক্তি করা হয়, তবে প্রায় এক দশকের বেশি সময়ের মধ্যে এই ধরনের চুক্তির ক্ষেত্রে এটিই হবে সবচেয়ে বড় অংকের। তবে এই চুক্তির অর্থ কোথা থেকে আসবে তা নিয়ে কিছু নির্দিষ্ট করে জানাননি মাস্ক। 

টেসলার এক পঞ্চমাংশ শেয়ারের মালিক মাস্ক শর্ট-সেলাররা ‘নেতিবাচক প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, তার আশা প্রতিষ্ঠানটিকে প্রাইভেট করলে তা টেসলাকে শেয়ারমূল্য নিয়ে থাকা সন্দেহ আর প্রান্তিক আর্থিক লক্ষ্যপূরণের চাপ থেকে মুক্তি দেবে।

এই মামলায় মাস্ক আর টেসলা কৃত্রিমভাবে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য বাড়াচ্ছেন বলে অভিযোগ তোলা হয়েছে। 

মাস্ক আর টেসলা এই মামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।