বেশি ফলোয়ার থাকলে অনুমোদন লাগবে পেইজগুলোর

অনেক বেশি সংখ্যক ফলোয়ার আছে এমন ব্যবহারকারীদের অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নিয়ম করছে ফেইসবুক। ভুয়া বা ক্ষতিগ্রস্থ অ্যাকাউন্ট চালানো প্ল্যাটফর্মটিতে আরও বেশি কঠিন করে তুলতে এই পদক্ষেপ নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 05:06 PM
Updated : 11 August 2018, 05:06 PM

এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রে কার্যকর করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “যুক্তরাষ্ট্রে বড় অংকের গ্রাহক সংখ্যা আছে এমন পেইজ ব্যবস্থাপনা করা লোকদের দিয়ে আজ আমরা পেইজ প্রকাশের অনুমোদন প্রক্রিয়া শুরু করছি।”

এই পেইজগুলো পরিচালনা করা ব্যক্তিদেরকে নতুন কোনো পোস্ট দিতে এই অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর ফলে ভুয়া বা ক্ষতিগ্রস্থ অ্যাকাউন্ট দিয়ে পেইজ চালানো কঠিন হবে বলে দাবি প্রতিষ্ঠানটির। 

নতুন পদক্ষেপের অংশ হিসেবে ফেইসবুক পেইজগুলোর অ্যাডমিনদেরকে তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে আহ্বান জানানো হবে। এক্ষেত্রে টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা প্রয়োগ আর তাদের বাসার ঠিকানা নিশ্চিত করতে বলা হবে।

ফেইসবুক জানিয়েছে, কোন দেশগুলো থেকে এই পেইজগুলো পরিচালনা করা হচ্ছে তা দেখাতে নতুন একটি সেকশন যোগ করা হচ্ছে। এরপর পেইজগুলোর ইনফো অ্যান্ড অ্যাডস সেকশনে ব্যবহারকারীরা আরও তথ্য দেখতে পাবেন। চলতি মাসেই এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর পরে কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামসহ ফেইসবুকের অন্যান্য প্ল্যাটফর্মেও এই পদক্ষেপ আনা হবে।