মিনি-কার আনার পরিকল্পনা করছেন মাস্ক

মডেল ৩ গাড়ির উৎপাদন ও বিক্রি বাড়ার পর টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক এখন একটি ‘মিনি-কার’ আনার পরিকল্পনা করছেন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 11:17 AM
Updated : 6 August 2018, 11:17 AM

রোববার মাস্ক এক টুইটে বললেন, “আমরা একটি নতুন টেসলা মিনি-কার নিয়ে কাজ করছি যাতে একজন প্রাপ্তবয়স্ক বসতে পারবেন।” এক টুইটার ব্যবহারকারী ‘মডেল এক্স রেডিও ফ্লায়ার’ নিয়ে জিজ্ঞাসা করলে এই জবাব দেন মাস্ক। 

বর্তমানে তিন থেকে আট বছর বয়সী শিশুদের জন্য বর্তমানে ‘মডেল এস রেডিও ফ্লায়ার’-টয় কার পাওয়া যাচ্ছে। এই গাড়িটিতে ১৩০ ওয়াট ব্যাটারি প্যাক রাখা হয়েছে।

টেসলা’র মিনি-কার কবে নাগাদ রাস্তায় চলতে পারে তা নিয়ে মাস্ক বিস্তারিত কিছু জানাননি বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির আয় হয়েছে চারশ’ কোটি ডলার, যার মধ্যে নগর অর্থ ছিল ২২০ কোটি ডলার।

টেসলা প্রতি সপ্তাহে প্রায় সাত হাজার মডেল ৩, মডেল এস আর মডেল এক্স উৎপাদন করছে।

চলতি বছর জুলাইতে ৩৫ হাজার ডলার দামে মডেল ৩৪ বাজারে ছাড়া হয়। চলতি বছর তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৫০ থেকে ৫৫ হাজার মডেল এস৩ গাড়ি উৎপাদনের আশা করছে।

গেল সপ্তাহে মাস্ক প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ফলাফল প্রকাশের সময় বলন, “আমরা যত দ্রুত পারি প্রতি সপ্তাহে উৎপাদন বাড়িয়ে মডেল ৩এস ১০ হাজার করার লক্ষ্য নিয়েছি।”