আসক্তিবিষয়ক বিজ্ঞাপন আবার দেখাবে গুগল

প্রায় এক বছর নিষেধাজ্ঞা থাকার পর নিজেদের প্ল্যাটফর্মে আসক্তিবিষয়ক কিওয়ার্ড ও শব্দগুচ্ছযুক্ত বিজ্ঞাপন প্রচারে আবার সুযোগ দিচ্ছে ওয়েব জায়ান্ট গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 08:43 PM
Updated : 5 August 2018, 08:44 PM

শুক্রবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, “তৃতীয় পক্ষের সমর্থন থাকা বিজ্ঞাপনদাতাদের একটি ছোট দল ‘পিল খাওয়া সহায়তা’ বা ‘মেথ আসক্তি’ মতো বিষয়ে সার্চের ফলাফলে তাদের বিজ্ঞাপন দেখাতে প্রতিষ্ঠানের অনুমোদন পেয়েছে।”

২০১৭ সালের সেপ্টেম্বরে এই বিজ্ঞাপনগুলোর উপর নিষেধাজ্ঞা আনা হয়েছ বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে। চলতি বছর জানুয়ারিতে ক্রমান্বয়ে বিশ্বব্যাপী এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। নিরাপদ ও নৈতিকভাবের এই ধরনের বিজ্ঞাপন সার্চ রেজাল্টে দেখানোর কোনো উপায় না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল সার্চ জায়ান্টটি।

প্রযুক্তি জায়ান্টটি লেজিটস্ক্রিপ্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এই প্রতিষ্ঠান অনলাইনে ওষুধ যাচাইসংক্রান্ত ব্যবসায়ের সঙ্গে জড়িত। লেজিটস্ক্রিপ্ট-এর যাচাই করা বিভিন্ন রিহ্যাব সেন্টারের বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্তও নিয়েছে গুগল।