ফেইসবুক ছাড়লে প্রধান নিরাপত্তা কর্মকর্তা

চাকরি ছেড়েছেন ফেইসবুকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনভার্সিটি-এর ফেলো হিসেবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 09:00 AM
Updated : 2 August 2018, 09:00 AM

ফেইসবুক তাদের নিরাপত্তা বিভাগ নতুন করে সাজাচ্ছে- চলতি বছর মার্চে এমন খবর আসার পরই এই কর্মকর্তা প্রতিষ্ঠান ছাড়বেন বলে ধারণা করা হয়েছিল, উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। 

ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ বলেন, স্ট্যামোস প্রতিষ্ঠানে “একটি গুরুত্বপূর্ণ ভূমিকা” পালন করেছেন।

৩৯ বছর বয়সী স্ট্যামোস ২০১৫ সাল থেকে ফেইসবুকে কাজ করছেন। চলতি মাসেই তিনি এই প্রতিষ্ঠান ছাড়ছেন। ভুয়া সংবাদ ও ভুল তথ্য ছড়ানো আর ডেটা প্রাইভেসি কেলেঙ্কারি নিয়ে ফেইসবুক যখন একের পর এক চাপ সামলাচ্ছে এমন সময় প্রতিষ্ঠানটি প্রধান এই নিরাপত্তা কর্মকর্তার অব্যাহতির খবর এলো।  

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস-এর কাছে স্ট্যামোস ফেইসবুকের তার কাটানো সময়কে “কঠিন তিন বছর” হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “আমি এখানে যা শিখেছি সে বিষয়গুলো নিতে ও এগুলো আরও বিস্তৃত পরিসরে কাজে লাগাতে পারলে খুশি হব।”

বুধবার এক ফেইসবুক পোস্টে স্ট্যামোস বলেন, “কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের অন্যতম কঠিন এক সময়ে বিশ্বের সবচেয়ে দক্ষ ও নিবেদিত কিছু কর্মী সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত।”

মার্কিন দৈনিকটির তথ্যমতে, ফেইসবুক এই পদে তার উত্তরসূরি আনার পরিকল্পনা করছে না।

এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “চলতি বছরের শুরুতে আমরা আমাদের নিরাপত্তা প্রকৌশলী, বিশ্লেষক, তদন্তকারী আর অন্যান্য বিশেষজ্ঞদের আমাদের পণ্য ও প্রকৌশল দলের কেন্দ্রে সমন্বিত করেছি।”

এ বছরের শুরুতে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নিয়ে সমালোচনার শিকার হয়েছিলেন স্ট্যামোস। এই ঘটনাকে একটি “নিরাপত্তা লঙ্ঘন” আখ্যা দেওয়া নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে।