অ্যান্ড্রয়েডেও এলো ইউটিউব ডার্ক মোড

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তাদের স্মার্টফোনের ইউটিউব অ্যাপে ‘ডার্ক মোড’ ফিচার আনা শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 12:46 PM
Updated : 30 July 2018, 12:46 PM

চলতি বছর মার্চে নিজদের মোবাইল অ্যাপের জন্য একটি ডার্ক মোড আনার কথা জানিয়েছে গুগল অধীনস্থ বিনামূল্যের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সে সময় এই ফিচার শুধু আইওএস ব্যবহারকারীদের জন্যই ছিল।

প্রযুক্তি সাইট ৯টু৫গুগল জানিয়েছে, ২৮ জুলাই থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই ফিচার ছাড়া হয়েছে। নতুন ফিচার আসার বিষয়ে ব্যবহারকারীদের জানানোও হচ্ছে। অ্যাপ সেটিংসে গিয়ে এই ফিচার চালু বা বন্ধও করা যাবে। 

২০১৭ সালে ডেস্কটপের জন্য নিজেদের সাইটে এই ফিচার আনে ইউটিউব। সে সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, মোবাইল অ্যাপের জন্য এটি সবচেয়ে বেশি অনুরোধ করা ফিচারগুলোর মধ্যে একটি।

তারপর চলতি বছর মার্চে আইওএস সংস্করণে প্রথম এই থিম আনা হয়।

নতুন এই থিম চালু করতে হলে অ্যাকাউন্ট আইকন ট্যাপ করার পর সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে ‘ডার্ক থিম’ সিলেক্ট করলেই দেখা যাবে ইউটিউবের নতুন চেহারা।