শুরু হলো বাংলালিংক ইনোভেটর্স ২.০

উদ্ভাবনী ক্ষমতার প্রতিভাবান তরুণদের সফল পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা ‘বাংলালিংক ইনোভেটর্স’-এর দ্বিতীয় পর্ব শুরু করেছে বাংলালিংক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 09:30 AM
Updated : 18 July 2018, 11:45 AM

দেশের প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার গঠনে সহযোগিতা প্রদান ও তাদের সৃষ্টিশীল পরিকল্পনাকে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বাংলালিংক-এর প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 

বাংলালিংক-এর পক্ষ থেকে বলা হয়, প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, কর্মশালা ও অন্যান্য আরও কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে ‘বাংলালিংক ইনোভেটর্স’।

এই প্রক্রিয়ায় ‘সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ার’ মাধ্যমে নির্বাচিত বিজয়ী দল পাবে নেদারল্যান্ডস-এর অ্যামস্টারডামে অবস্থিত বাংলালিংক-এর স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান কার্যালয় পরিদর্শন ও বাংলালিংক-এর ‘স্ট্রাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম’-এর অ্যাসেসমেন্ট সেন্টারে যোগদানের সুযোগ।

বাংলালিংক-এর ‘স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম’-এর অ্যাসেসমেন্ট সেন্টারে যোগদানের সুযোগের সঙ্গে পুরস্কার দেওয়া হবে সেরা তিনটি দলকে। এছাড়া সেরা পাঁচ দলের প্রত্যেক সদস্য বাংলালিংক-এর অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রাম (এআইপি)-এ সরাসরি যোগদান করতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের ইনোভেটর্স ডট বাংলালিংক ডটনেট ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় ১৭ জুলাই, ২০১৮ থেকে ২৫ অগাস্ট, ২০১৮ পর্যন্ত। দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে রোড শো ও ক্যাম্পাস ব্র্যান্ডিং আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতাটি সম্পর্কে তরুণদের জানানো হবে।

বাংলালিংক-এর মানবসম্পদ প্রধান ও প্রশাসনিক কর্মকর্তা মনজুলা মোরশেদ বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের মেধাবী তরুণদের ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলা ও অভিনবভাবে বাস্তব জীবনের নানা ধরনের সমস্যার সমাধান করার প্রয়োজনীয় সামর্থ্য রয়েছে।”

বাংলালিংক ইনোভেটর্স-এর প্রথম পর্ব ২০১৭ সালে অনুষ্ঠিত হয়।