গুগল ফোন অ্যাপ-এ স্প্যাম কল হয়ে যাবে ভয়েসমেইল

এখন স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম কল শনাক্ত করে তা সরাসরি ভয়েসমেইলে পাঠিয়ে দেবে গুগলের ফোন অ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 11:57 AM
Updated : 15 July 2018, 11:57 AM

নতুন এই ফিচারের কারণে গুগলের ফিল্টারে বাদ পড়া কোনো কলের জন্য ব্যবহারকারীদের ফোন বেজে উঠবে না আর তারা এর জন্য কোনো মিসড কল নোটিফিকেশনও পাবেন না বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

স্প্যাম কলদাতারা কোনো ভয়েসমেইল পাঠালে ব্যবহারকারীরা তা তাদের ভয়েসমেইল ইনবক্সে পাবেন। কিন্তু এটি নিয়েও কোনো নোটিফিকেশন থাকবে না। “আপনি আপনার কল হিস্ট্রিতে শুধু ফিল্টার করা কলগুলোই দেখতে পাবেন আর কোনো ভয়েসমেইল গ্রহণ করেছেন তা যাচাই করতে পারবেন”, গুগলের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে।

বর্তমানে ফোন অ্যাপে কোনো সন্দেহভাজন স্প্যাম কল শনাক্ত করলে ব্যবহারকারীর ফোনের পুরো স্ক্রিন লাল করে দেওয়ার একটি ফিচার রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ওই কল ধরা উচিৎ না বলে একটি আভাস পেয়ে যান।

গুগল পুরো সফলভাবে শনাক্ত করতে পেরেছে এমন কলগুলোর ক্ষেত্রেই এই ফিচারগুলো কাজ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।