খালি দ্য কিলার: ট্রেইলারেই পুরো সিনেমা ফাঁস!

ট্রেইলারের জায়গায় পুরো সিনেমা আপলোড করে দিয়েছে সিনেমাটির পরিবেশক মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। ভুল ধরা পড়ার পর তা সংশোধনের আগেই ইউটিউবেই পুরো সিনেমা দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2018, 02:51 PM
Updated : 4 July 2018, 02:51 PM

ভুল ধরার ছয় ঘণ্টারও বেশি সময় পর ৯০ মিনিটের এ ভিডিওটি সরিয়ে ফেলা হয়। ততক্ষণে বিষয়টি চলে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সিবিআর ডটকম, যারা সম্ভবত এই ভিডিও নিয়ে প্রথম খবর প্রকাশ করে, তারা বিষয়টিকে বর্ণনা করেছে একটি “মহাকাব্যিক ভুল” হিসেবে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে মজা করে পোস্ট দিয়েছেন অনেকেই।

এ নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও সনি’র পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

লস অ্যাঞ্জেলসবাসী এক ‘হিটম্যান’ভিত্তিক কম বাজেটের ‘খালি দ্য কিলার’-এর আগে খুব কমই আলোচনায় এসেছিল। যদিও ইতোমধ্যে ইউরোপের কিছু অংশে এটি মুক্তি পেয়েছে, চলছে একাধিক চলচ্চিত্র উৎসবেও।

অন্যদিকে এই ভুল কী আসলে ভুল নাকি তা প্রচারণা চমক? রেডিটে এরকম প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

একজন বলেন, “ট্রেইলারের তুলনায় পূর্ণদৈর্ঘ্যের সিনেমা আপলোড করতে অনেক বেশি সময় লাগবে। কেন এত সময় লাগছে তা নিয়ে কারও প্রশ্ন তোলার কথা।”

এ ধরনের ভুল সনির জন্য এটিই প্রথম নয়। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি ‘দ্য অ্যামাজিং স্পাইডার-ম্যান ২’-এর মতো আলোচিত সিনেমা তাদের দক্ষিণ কোরিয়া ইউটিউব অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দেয়।