সব গ্যালাক্সি এস৯-এই থাকবে এফএম রেডিও

আনলকড গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ডিভাইসে এফএম রেডিও সমর্থন চালু করছে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 08:38 AM
Updated : 27 June 2018, 08:38 AM

স্ট্রিমিং সেবার যুগে উন্নতির পথেই রয়েছে এফএম রেডিও। বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে বিল্ট-ইন থাকে এটি। স্যামসাং ফ্ল্যাগশিপ ডিভাইসেও আগে থেকে ছিল এফএম রেডিও। কিন্তু আনলকড ডিভাইসগুলোর জন্য এই ফিচারটি বন্ধ রেখেছিল ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

এবার নতুন আপডেটের মাধ্যমে আনলকড গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ডিভাইসে ফিচারটি পাবেন গ্রাহক, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।

ডিভাইসে তারযুক্ত হেডফোন লাগিয়ে এফএম রেডিও শুনতে পারবেন গ্রাহক।

চলতি বছরের জানুয়ারি মাসে সম্প্রচার অ্যাপ নেক্সটরেডিওর সঙ্গে জেটবদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ও কানাডায় এফএম রেডিও সমর্থন চালু করে স্যামসাং। কিন্তু সফটওয়্যারটি গ্যালক্সি এস৯ ও এস৯ প্লাসের আনলকড ডিভাইসগুলোতে পৌঁছায়নি।

নতুন আপডেটের ফলে আনলকড ডিভাইসগুলোতে সিকিউরিটি প্যাচও দ্রুত পাবেন গ্রাহক। পূর্বে লকড গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস ডিভাইসের অনেক পরে এই ডিভাইসগুলোতে সিকিউরিটি প্যাচ আপডেট দিতো স্যামসাং।