মার্কিন রোবোটিকস প্রতিষ্ঠানে এলজি’র ৩০ লাখ ডলার

মার্কিন বসসা নোভা রোবোটিকস-এ ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে এলজি ইলেক্ট্রনিকস। এবারই প্রথম বিদেশি কোনো রোবট উন্নয়ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলো দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 08:45 AM
Updated : 25 June 2018, 08:45 AM

প্রতিযোগিতামূলক রোবট শিল্পে নিজেদের অবস্থান মজবুত করতেই এই বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে এলজি-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর। সাম্প্রতিক সময়ে এলজি’র ব্যবসা বৃদ্ধির পেছনে মূল চালিকা শক্তিগুলোর মধ্যে একটি ছিল রোবট শিল্প।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইয়নহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, “২০০৫ সালে প্রতিষ্ঠিত মার্কিন প্রতিষ্ঠানটি খুচরা বিক্রেতাদের জন্য ইনভেনটরি-ম্যানেজমেন্ট সমাধান সরবরাহ করে থাকে।”

৫০টি ওয়ালমার্ট সুপারমার্কেট চেইন পরিচালনায় নিজস্ব রোবট সরবরাহ করেছে বসসা নোভা রোবোটিকস।

ইতোমধ্যে রোবোটিকস শিল্পে নিজেদের অবস্থান পোক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এলজি। ইনচেওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো জায়গাগুলোতে গাইড-নেভিগেশন রোবটের ব্যবহার দেখিয়েছে তারা।

এর আগে দক্ষিণ কোরিয়ার রোবটবিষয়ক কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে এলজি। এর মধ্যে রয়েছে এসজি রোবোটিকস, রোবোটিস, অ্যাক্রিল এবং রোবোস্টার।

এলজি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বচালনা প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন রোবট সমাধান তৈরিতে গতি বাড়াবে প্রতিষ্ঠানটি।