আরও ৭২,৫০০ টেসলা শেয়ার কিনলেন মাস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা’র আরও ৭২,৫০০ শেয়ার কিনেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 05:07 PM
Updated : 15 June 2018, 01:08 PM

মঙ্গলবার ও বুধবার একাধিক লেনদেনের সময় মাস্ক প্রতি শেয়ার ৩৪২.৪৪ থেকে ৩৪৭.৪৪ ডলার দরের মধ্যে এই শেয়ারগুলো কিনেছেন, খবর রয়টার্স-এর।

ইতোমধ্যেই মাস্ক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় শেয়ারধারী। বর্তমানে তার একার অধীনেই রয়েছে প্রতিষ্ঠানটির ৩৩.৭৪ মিলিয়ন শেয়ার, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১১৬০ কোটি ডলার।   

বিভিন্ন প্রকল্পে নতুন বিনিয়োগের প্রস্তুতি আর নিজেদের পণ্য নির্মাণ খাতে ব্যয়ের মাধ্যমে নগদ অর্থ খরচ অব্যাহত রেখেছে টেসলা। খরচ কমাতে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। শুরুর দিকে উৎপাদনে গতি অত বেশি না থাকলেও কিছু প্রতি সপ্তাহে পাঁচ হাজার মডেল ৩ সেডান গাড়ি তৈরির চেষ্টা করছে তারা। 

চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে মডেল ৩-এর মাধ্যমে লাভের মুখ দেখার আশা করছে টেসলা। সেই সঙ্গে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকেও ইতিবাচক ফলাফল আসবে আশাবাদী তারা। প্রতিষ্ঠানটি এই গাড়ি নিয়ে দীর্ঘ মেয়াদে ২৫ শতাংশ লাভ রাখার লক্ষ্য নিয়েছে।