‘হালকা’ অ্যাপ আনলো উবার

ধীর গতির ইন্টারনেট ও পুরনো অ্যান্ড্রয়েড সংস্করণে ব্যবহারের জন্য বিশ্ব জুড়ে ‘উবার লাইট’ অ্যাপ চালু করতে যাচ্ছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 12:51 PM
Updated : 14 June 2018, 12:52 PM

অ্যাপটি প্রচলিত উবার অ্যাপের তুলনায় অনেক হালকা। ভারতের নয়া দিল্লীতে উবারের রাইডার এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান পিটার ডেং এবং পণ্য, ম্যাপস ও মার্কেটপ্লেসের ভাইস প্রেসিডেন্ট মানিক গুপ্তার উপস্থিতিতে উবার টেক ডে ২.০ তে অ্যাপটির উদ্বোধন করা হয়।

ভারতে তৈরি অ্যাপটি এমনভাবে  নকশা করা হয়েছে যেন তা ধীর গতির ইন্টারনেটে ব্যবহার করার পাশাপাশি যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যায়। অ্যাপটি খুবই কম ডেটা খরচ করে ফলে ধীর গতির ইন্টারনেটেও নিরবিচ্ছিন্নভাবে অ্যাপটি চালানো সম্ভব বলে প্রতিষ্ঠানের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলকভাবে শুধু ভারতে চালু করা হয়েছে এবং শিগগির অন্যান্য দেশেও চালু হবে বলে জানানো হয়।

উবার লাইটে মূল অ্যাপের সকল কার্যক্ষমতাই রাখা হয়েছে । অ্যাপটিতে আছে সমর্থন ব্যবস্থা ও জরুরি নিরাপত্তা ব্যবস্থাপনা ফিচার। আর নিরাপত্তা ফিচার হিসেবে আছে ইমারজেন্সি বাটন এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে ট্রিপ শেয়ারিংয়ের সুযোগ।