ভিআর ‘অসুস্থতা’ কমাবে এলজি’র নতুন প্রযুক্তি

ভিআর হেডসেটের মোশন সিকনেস কমাতে নতুন প্রযুক্তি এনেছে এলজি ডিসপ্লে। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, পর্দায় দেখানো ছবি এবং ব্যবহারকারীর নড়াচড়ার মধ্যে বিলম্ব কমিয়ে মাথা ঘোরানো, মাথা ব্যাথা এবং মোশন সিকনেসের সঙ্গে জড়িত অন্যান্য লক্ষণ দূর করা সম্ভব।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2018, 01:23 PM
Updated : 28 May 2018, 01:23 PM

সোগ্যাং ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালিয়েছে এলজি। ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা এমন একটি সমাধান বের করেছেন যা কম রেজুলিউশানের উপাদানগুলোকে দ্রুত বেশি রেজুলিউশানের ছবিতে পরিণত করে, এতে গ্রাহকের নড়াচড়ার বিলম্ব অনেকটা কমে যায় এবং সে নড়াচড়াই পর্দায় দেখানো হয়--খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

হাই-রেজুলিউশান ভিডিওর জন্য গণনা জটিল হওয়ায় এই প্রযুক্তির উন্নয়নকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। হাই-রেজুলিউশান ভিডিওর জটিল গণনার কারণেই এমন বিলম্ব দেখা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এলজি ডিসপ্লে’র এক কর্মকর্তা বলেন, “বেশি রেজুলিউশানের উপাদানগুলোর বেশি ডেটা ধারণক্ষমতার দরকার হয়। ফলে রিয়েল টাইমে এটিও বিলম্ব ঘটায়।”

এই প্রযুক্তির উন্নয়ন গ্রাহককে আরও আরামদায়কভাবে ভিআর উপাদান উপভোগ করার সুযোগ দেবে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

ইন্টার্নাল মেমোরি চিপ ব্যবহার করে ডিপ-লার্নিং প্রযুক্তির মাধ্যমে এই সমাধান আনা সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।