টেসলা নির্বাহীকে দলে টানলো ওয়েইমো

টেসলার নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ শলকে নিয়োগ দিয়েছে গুগলের স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েইমো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2018, 11:39 AM
Updated : 14 May 2018, 11:39 AM

মার্কিন নিরাপত্তা তদন্তকারী দলের সঙ্গে টেসলার প্রযুক্তিগত যোগাযোগের মূল কর্মকর্তা ছিলেন শল। রোববার ওয়েইমো’র পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, প্রতিষ্ঠানের নিরাপত্তা দলে যোগ দিয়েছেন তিনি-- খবর রয়টার্সের।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেইফটি অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর রন মেডফোর্ডের নেতৃত্ব ওয়েইমো’র নিরাপত্তা দলে যুক্ত হয়েছেন শল।

আগের সপ্তাহের সোমবার ওয়েইমোতে যোগ দেন তিনি। নতুন ভূমিকায় স্বচালিত গাড়ির নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন শল।

টেসলায় গাড়ির কার্যক্ষমতা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক এই নির্বাহী কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে টেসলা গাড়ির কয়েকটি দুর্ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড। এরই মধ্য প্রতিষ্ঠান ছাড়লেন শল।

বুধবার এনটিএসবি’র পক্ষ থেকে বলা হয়, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে টেসলা দুর্ঘটনা তদন্ত করা হবে। দুই কিশোর নিহত এবং একজন আহত হন ওই দুর্ঘটনায়। এটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক গাড়ির চতুর্থ দুর্ঘটনা।