ভাঁজযোগ্য ডিভাইসের পেটেন্ট পেলো মটোরোলা

ভাঁজ করা যাবে এমন এক ডিভাইসের জন্য পেটেন্ট করিয়ে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2018, 05:31 PM
Updated : 12 May 2018, 05:31 PM

এই পেটেন্ট অনুযায়ী ডিভাইসটিতে একটি আয়তাকার স্ক্রিন থাকবে যা ভাঁজ করে ফোনের মতো বা ভাঁজ খুলে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে। ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন (ডাব্লিউআইপিও) এই পেটেন্টের অনুমোদন দিয়েছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ফোনের পেটেন্টে একটি নমনীয় ডিসপ্লে দেখানো হয়েছে যা একটি কভারের সঙ্গে কব্জা দিয়ে যুক্ত। এই কভার ফোনের ডিসপ্লেটিকে সুরক্ষা দেয়।

শুক্রবার প্রযুক্তি সাইট স্ল্যাশগিয়ার-এর প্রতিবেদনে বলা হয়, “মটোরোলা এটি বানাতে চায় আর এটি নিয়ে কয়েক বছর ধরে তারা পরিকল্পনা করছে- এ নিয়ে অবাক হওয়ার কিছু নেই।”

২০১৬ সালের সেপ্টেম্বরে এই পেটেন্টের নথি দাখিল করা হয়েছিল। চলতি বছর মার্চে এই পেটেন্ট আবেদন মঞ্জুর করা হয়।

মার্কিন টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলার মোবাইল ফোন ব্যবসায় বিভাগ মটোরোলা মবিলিটি-কে ২০১২ সালে কিনে নেয় গুগল। তারপর ২০১৪ সালে চীনা প্রতিষ্ঠান লেনোভো কিনে নেয় মটোরোলা মবিলিটি-কে।

লেনোভো অন্য প্রতিষ্ঠানগুলোর আগে ভাঁজযোগ্য ডিভাইসের প্রটোটাইপ নিয়ে কাজ শুরু করেছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।