টিকা বানাতে ১.২ কোটি ডলার দান করছেন গেটস

ফ্লু-এর একটি নতুন টিকা বানাতে ১.২০ কোটি ডলার দান করছেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2018, 04:02 PM
Updated : 29 April 2018, 04:02 PM

শুক্রবার বস্টনে ম্যাসাচুসেটস সোসাইটি অফ মেডিসিন-এর বার্ষিক সভায় বক্তব্য দেন এই ধনকুবের। এ সময় নিজের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ওই টিকা’র গবেষণায় গুগল সহ-প্রতিষ্ঠাতা ও অ্যালফাবেট প্রধান নির্বাহী ল্যারি পেইজ ও তার স্ত্রী লুসি পেইজ-এর সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দেন, বলা হয়েছে সংবাদ সাইট কোয়ার্টজ-এর প্রতিবেদনে। 

গেটস বলেন, “বিশ্বব্যাপী একটি ফ্লু-এর টিকা বানানো ত্বরান্বিত করতে আমরা পেইজ পরিবারের সঙ্গে মিলে ১২ মিলিয়ন ডলারের একটি গ্র্যান্ড চ্যালেঞ্জ শুরু করছি।”

শত বছর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারী আকার নিলে বিশ্বব্যাপী পাঁচ কোটি মানুষ মারা যান, বলেন গেইটস। ওই হিসেবে একই মাত্রায় আরেকটি মহামারী এলে দুনিয়াজুড়ে তিন কোটি মানুষের মৃত্যু হবে বলেও ধারণা প্রকাশ করেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য খাতে টিকা’র গুরুত্ব বোঝাতে সাম্প্রতিক সময়ে গেটস সরব হয়েছেন, এমনটাই বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর প্রতিবেদনে।

সামরিক বাহিনী যেভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, ঠিক সেভাবেই বিশ্বজুড়ে মহামারীর জন্য প্রস্তুতি নেওয়া উচিৎ বলে মত গেটস-এর।