মহাপ্রাচীর রক্ষায় এআই ও ড্রোনের ব্যবহার শুরু করবে চীন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2018 06:48 PM BdST Updated: 27 Apr 2018 06:48 PM BdST
মহাপ্রাচীর পরীক্ষা, মেরামত ও সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ড্রোনের ব্যবহার শুরু করার পরিকল্পনা করছে চীন।
বুধবার চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ইনটেল-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চায়না ফাউন্ডেশন ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন। মহাপ্রাচারীরের সুরক্ষায় এআই এবং ইনটেল-এর ড্রোন ব্যবহার পরীক্ষা করতেই এই চুক্তি করা হয়েছে বলে প্রতিবেদনে জনিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া।
এই মহাপ্রাচীরকে চীনের প্রতীক হিসেবে দেখা হয়। অনেকগুলো প্রাচীর একসঙ্গে যুক্ত করে তৈরি হয়েছে এটি। খৃষ্টপূর্ব তৃতীয় শতাব্দী এবং মিং সাম্রাজ্যের মাঝামাঝি তৈরি হয় মহাপ্রাচীরটি। বর্তমানে এই প্রাচীরের অনেক অংশই বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশ এবং মানুষ উভয় দিক থেকেই হুমকির মুখে রয়েছে এই মহাপ্রাচীর। এ কারণে এটি পুনরুদ্ধারের কাজও কষ্টসাধ্য হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।
মহাপ্রাচীরের অধিঅংশই তৈরি করা হয়েছে খাড়া পাহাড়ের ওপর, যার চারপাশে রয়েছে ঘাস এবং আগাছা। ফলে এই অংশগুলো পুনরুদ্ধারের কাজও জটিল হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ড্রোনের মাধ্যমে প্রাচীরের ছবি সংগ্রহ করতে পারবেন গবেষকরা এবং ত্রিমাত্রিক মডেলিংয়ের মাধ্যমে ভাঙ্গা এবং ইট হারিয়ে গেছে এমন অংশগুলো শনাক্ত করা যাবে।
চায়না ফাউন্ডেশন ফর কালচারাল হেরিটেজ কনজারভেশন-এর পরিচালক লি শিয়াওই বলেন, “নতুন প্রযুক্তির ব্যবহার মহাপ্রাচীর সংরক্ষণে নতুন দৃষ্টিকোণ দেবে এবং সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের দারুণ সম্ভাবনা দেখাবে।”
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
-
কান্নার নতুন ফিল্টার অ্যাম্বার হার্ডকে নিয়ে নয়: স্ন্যাপচ্যাট
-
চাঁদ থেকে আসা মাটিতে প্রথমবার হলো সবজি চাষ
-
যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগরাওয়াল
-
উৎক্ষেপণ রেকর্ড আবার ভাঙতে যাচ্ছে স্পেসএক্স
-
জলজ উদ্ভিদের শক্তিতে চলেছে কম্পিউটার!
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কাকে চারশর নিচে থামানোর পর তামিম-জয়ের দৃঢ়তা
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিদেশ সফর সীমিত হল সরকারি যেসব প্রতিষ্ঠানে
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- খুলনায় অস্ত্রের মুখে দুই বোনকে ‘দলবেঁধে ধর্ষণ’
- ‘ট্রফি ধরে রাখতে আমরা জীবন দিয়ে দেব’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- যানজট নিরসনে রাত ৮টার পর দোকান বন্ধ চান মেয়র তাপস
- 'ভয়ঙ্কর' কাদিসে পারল না রিয়াল
- তামিম-জয়ের ব্যাটে ৬১ ইনিংসের খরা কাটানোর আশা