এ বছরই সস্তা আইফোন আনছে অ্যাপল?

চলতি বছরই অপেক্ষাকৃত কম মূল্যের নতুন আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 04:26 PM
Updated : 22 April 2018, 04:26 PM

নতুন আইফোন নিয়ে এমন ধারণা প্রকাশ করেছেন কেজিআই সিকিউরিটিস-এর বিশ্লেষক মিং-চি কুয়ো। অ্যাপল বিষয়ে ঠিক তথ্য প্রকাশ করায় খ্যাতি রয়েছে তার। কুয়ো তার প্রতিষ্ঠানের ‘ইনভেস্টর’স নোট’-এ এই ধারণা প্রকাশ করেছেন।

কুয়োর হিসেবে রয়েছে, ৬.১ ইঞ্চি পর্দার সস্তা আইফোন উন্মোচন করতে পারে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন এই আইফোনের সম্ভাব্য মূল্য হবে ৫৫০ মার্কিন ডলার, যা প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ মডেল আইফোন X-এর প্রায় অর্ধেক।

কুয়ো বলেন নতুন ৬.১ ইঞ্চি আইফোন আসতে পারে দুইটি সংস্করণে। এর মধ্যে একটিতে ডুয়াল সিম সমর্থন থাকতে পারে। অন্যটি হতে পারে সাধারণ এক সিমের আইফোন-- খবর প্রযুক্তি সাইট সিনেটের।

নতুন সিঙ্গল সিম সংস্করণের দাম হতে পারে ৫৫০ থেকে ৬৫০ মার্কিন ডলার। আর ডুয়াল সিম সংস্করণের মূল্য হয়তো হবে ৬৫০ থেকে ৭৫০ মার্কিন ডলার।

৬.৫ ইঞ্চি পর্দার আইফোনের পাশাপাশি নতুন দুইটি আইফোন X আনা হতে পারে বলেও জানিয়েছেন কুয়ো। এর মধ্যে একটি আইফোন X  হবে ৫.৮ ইঞ্চির। অন্যটি ৬.৫ ইঞ্চি পর্দার আইফোন X প্লাস। নতুন দু’টি আইফোন X-এ থাকতে পারে ওলেড পর্দা।

এছাড়া আইফোন এসই২ বানাতেও কাজ করছে অ্যাপল এমন গুজবও রয়েছে।

এ বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।