সে সময়ে সাড়া দেয়নি টুইটার

যুক্তরাজ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু অংশে অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের শিকার হয়েছে মাইক্রো-ব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 12:16 PM
Updated : 18 April 2018, 12:16 PM

বেশ কিছুক্ষণ প্লাটফর্মটিতে লগইন করতে পারেননি এই অঞ্চলের গ্রাহকরা। পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরেছে টুইটার। কিন্তু কতক্ষণ সেবা বন্ধ ছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি।

আইওএস, অ্যান্ড্রয়েড এবং টুইটার ওয়েব সবগুলো সংস্করণেই ব্ল্যাকআউট দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

বিভ্রাটের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি টুইটার। কিন্তু বিষয়টি জানিয়ে মন্তব্য করেছেন অনেক গ্রাহক।

ইন্টারনেট ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এক গ্রাহক মন্তব্য করেন, “কোনো কিছুই কাজ করছে না। আমি নীল রঙের টুইটার পর্দা দেখছি যাতে লেখা ‘প্রযুক্তিগত কিছু ত্রুটি রয়েছে’। খেয়াল করার জন্য ধন্যবাদ- আমরা এটি ঠিক করতে যাচ্ছি এবং শীঘ্রই সব কিছু সাধারণ অবস্থায় ফিরিয়ে আনছি।”

লন্ডনের আশপাশের অঞ্চলেই বেশির ভাগ সমস্যা দেখা গেছে। তবে আয়ারল্যান্ডের কিছু গ্রাহকও সমস্যার মুখে পড়তে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মাইক্রো-ব্লগিং সাইটটির মূল ওয়েব পেইজ এবং মোবাইল অ্যাপে সমস্যা দেখা দিলেও টুইটডেক-এর মতো টুইটার ক্লায়েন্টগুলোতে এর কোনো প্রভাব পড়েনি।

বিভ্রাটের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টুইটার।