ঘোষণার আগেই দেখা গেল ‘গোল্ড আইফোন X’

আইফোন X-এর গোল্ড সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। নতুন এই ডিভাইসটির ছবি প্রকাশ করেছে ফেডারাল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 07:33 AM
Updated : 14 April 2018, 07:33 AM

এফসিসি-কে জমা দেওয়া অ্যাপলের এক নথিতে নতুন গোল্ড আইফোন X-এর ছবি দেওয়া হয়। আগের আইফোন ৮ ও ৮ প্লাস-এর মতো একই ধরনের গোল্ড রঙ দেখা গেছে নতুন গোল্ড আইফোন X-এ। ডিভাইসের স্টেইনলেস স্টিল ফ্রেমেও সোনালী রঙের আভা দেখা গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।

আগের বছর আইফোন X উন্মোচনের সময়ই শোনা গিয়েছিল ডিভাইসটির গোল্ড সংস্করণ নিয়ে কাজ করছে অ্যাপল। কিন্তু পরবর্তীতে মঞ্চে রঙটি দেখানো হয়নি। স্পেস গ্রে এবং সিলভার দুই রঙে আইফোন X বাজারে আনে প্রতিষ্ঠানটি।

ধারণা করা হচ্ছে উৎপাদন জটিলতার কারণে সেসময় এই রঙটি উন্মোচন করেনি অ্যাপল। এবার কয়েক মাসের মধ্যে গোল্ড রঙে আইফোন X আনতে পারে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট।

সম্প্রতি লাল রঙের আইফোন ৮ ও ৮ প্লাস উন্মোচন করেছে অ্যাপল। কিন্তু লাল রঙের কোনো আইফোন X উন্মোচন করা হয়নি।

চলতি বছরই আরও বড় পর্দার আইফোন X উন্মোচন করতে পারে অ্যাপল। এবার পেছনে তিন ক্যামেরার আরেকটি আইফোন আনতে প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও গুজব রয়েছে।