বেতন নেন না টুইটার প্রধান

২০১৭ সালে কোনো বেতন নেননি টুইটার প্রধান ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এ নিয়ে টানা তিন বছর বেতন ছাড়া ছিলেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 12:34 PM
Updated : 12 April 2018, 05:39 PM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয় এই তিন বছর মাইক্রো ব্লগিং সাইটটি চালাতে এক পেনিও নেননি ডরসি।

মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-কে দেওয়া এক বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, “টুইটারের দীর্ঘমেয়াদী মূল্য তৈরির সম্ভাবনা নিয়ে আমাদের প্রধান নির্বাহী তার অঙ্গীকারের প্রমাণ এবং বিশ্বাস দেখাতে ২০১৭ সালে কোনো বেতন নেননি।”

বেতন না নিলেও ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত ডরসি’র শেয়ার মূল্য বেড়েছে ২০ শতাংশ।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের ২ তারিখ পর্যন্ত টুইটারের ১.৮ কোটি শেয়ার ছিল ডরসি’র মালিকানায়। তার এই শেয়ারের বর্তমান বাজার মূল্য ৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।  প্রতিষ্ঠানের মোট শেয়ারের ২.৩৯ শতাংশের মালিক ডরসি।

টুইটারের নথি অনুযায়ী ২০১৭ সালে ১.৪৩ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা নেড সেগাল।

বর্তমানে বিশ্ব জুড়ে ৩৩ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে মাইক্রো ব্লগিং সাইটটির। প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিতে ডরসি’র নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে টুইটার।

২০১৬ সালে ব্যক্তিগত এবং বাসস্থানের নিরাপত্তা খরচ বাবদ মোট ৬৮৫০৬ মার্কিন ডলার পেয়েছেন ডরসি।