এফ৭ আনছে অপো

‘সেলফি এক্সপার্ট’ সিরিজের সর্বশেষ সংস্করণ এফ৭ বাজারে আনতে যাচ্ছে অপো । চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যেতে পারে নতুন এই ডিভাইসটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 12:33 PM
Updated : 5 April 2018, 12:33 PM

প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো এফ৫ হ্যান্ডসেটটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করে অপো। এখন অপো এফ৭ আনতে যাচ্ছে দ্বিতীয় প্রজন্মের এআই বিউটি প্রযুক্তি ২.০সহ আরও উন্নত প্রযুক্তি। অপো এফ৭ এর সামনে থাকছে হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর ২৫ মেগাপিক্সেল ক্যামেরা, এআই বিউটি প্রযুক্তি প্রযুক্তি ২.০, কভার শট এবং অগমেন্টেড রিয়ালিটি (এআর) স্টিকার।

২৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং রিয়েল-টাইম এইচডিআর প্রযুক্তি সমৃদ্ধ অপো এফ৭ উজ্জ্বল সূর্যালোক কিংবা কম আলোতে ‘অসাধারণ, উজ্জ্বল ছবি’ দেবে বলে জানানো হয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে আরও রয়েছে এফ৭ সিস্টেম ম্যানেজমেন্ট। ৬৪ বিট অক্টা-কোর প্রোসেসরের প্রোসেসিং পাওয়ারকে বুদ্ধিমত্তার সঙ্গে বণ্টন করে এই এআই ম্যানেজার, যা ফোনটি সর্বোত্তমভাবে চলতে সহায়তা করে।