সিরি’র জন্য ১৬১ প্রকৌশলী নিয়োগ দেবে অ্যাপল

ব্যবহারকারী আর নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত ভার্চুয়াল রিয়ালিটি অ্যাসিস্ট্যান্ট সিরি’র মধ্যে অভিজ্ঞতা উন্নত করতে প্রকৌশলী নিয়োগ দিচ্ছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2018, 04:05 PM
Updated : 1 April 2018, 04:05 PM

এ লক্ষ্যে বিশ্বব্যাপী বিভিন্ন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান থিংকনাম-এর সূত্রমতে, ‘সিরি’ শব্দটি উল্লেখ করে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এ নিয়ে শনিবারেই ১৬১টি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ- বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

শনিবার থিংকনাম-এর ওয়েবসাইটে বলা হয়, “মাত্র এক মাসের মধ্যে এই কিওয়ার্ড দিয়ে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সংখ্যা ২৪ শতাংশ বাড়তে দেখা গিয়েছে।”

এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর অধিকাংশই সান্টা ক্লারা ভ্যালি-তে অ্যাপলের নতুন প্রধান কার্যালয় ভিত্তি করে দেওয়া হয়েছে। ১৬১টি বিজ্ঞপ্তির ১২৫টিই ওই কার্যালয়ভিত্তিক। 

এই নিয়োগ বিজ্ঞপ্তির শিরোনামের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত শিরোনাম হচ্ছে ‘সিরি-- সফটওয়্যার ইঞ্জিনিয়ার’।

সিরি’র বুদ্ধিমত্তা পিছিয়ে পড়েছে- অ্যাপল এমন সমালোচনার মুখে আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে আইএনএস জানিয়েছে, অ্যামাজন-এর অ্যালেক্সা আর গুগল-এর অ্যাসিস্ট্যান্ট-এর তুলনায় সিরি’র পারফরম্যান্স নিচে নেমে গিয়েছে।