স্বচালিত গাড়ির ‘মোশন সিকনেস’ কাটাতে অ্যাপল পেটেন্ট

স্বচালিতে গাড়িতে ‘মোশন সিকনেস’ কাটিয়ে উঠতে নতুন ভিআর সিস্টেম পেটেন্ট করে নিয়েছে অ্যাপল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2018, 11:44 AM
Updated : 1 April 2018, 11:44 AM

স্বচালিত গাড়িতে গতির কারণে যাত্রীরা যে অসুস্থতা বোধ করেন তাকে ‘মোশন সিকনেস’ বলা হয়। এই অবস্থা কাটিয়ে উঠতেই নতুন ভিআর সিস্টেম বানাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস-এর প্রকাশ করা পেটেন্টে দেখা গেছে স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির আরোহী যেখানে সকলেই যাত্রী তাদের সহয়তা করতেই গাড়িতে নতুন ভিআর প্রযুক্তি আনতে যাচ্ছে অ্যাপল।

পেটেন্টে আরও দেখা গেছে এই ব্যবস্থায় একটি ভিআর হেডসেটও আনা হতে পারে। গাড়ির ভেতরের দেয়ালে ছবি দেখাবে এটি-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

মোশন সিকনেস-এর বিষয়টি শনাক্ত করতে অনেকগুলো সেন্সরের মাধ্যমে যাত্রীর দিকে নজর রাখবে অ্যাপলের এই ভিআর ব্যবস্থা। যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করলে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটি। মোশন সিকনেস কাটিয়ে উঠতে ব্যবস্থাটি ঠিক কীভাবে কাজ করবে তা স্পষ্টভাবে জানানো হয়নি।

সেন্সরের মাধ্যমে যাত্রীর ঘাম, হৃদস্পন্দন, স্নায়বিক অস্থিরতা দেখে যাত্রীর মোশন সিকনেস-এর লক্ষণ নির্ণয় করা হবে এবং সে অনুযায়ী ভিআর অভিজ্ঞতা খাপ খাইয়ে নেওয়া হবে যাতে যাত্রী ভালো বোধ করেন।