নতুন রূপে সেবা অ্যাপ

স্বাধীনতা দিবসে নিজেদের অ্যাপে নতুন সংযোজন এনেছে সেবা অ্যাপ। নকশা পরিবর্তনের সঙ্গে যোগ হয়েছে নতুন ফিচার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2018, 05:52 PM
Updated : 27 March 2018, 05:52 PM

নতুন অ্যাপে সহজেই যে কোন সময়ে যে কোন সার্ভিস অর্ডার করতে পারবেন । অ্যাপে আপনার বিল, সার্ভিসের সব বিস্তারিত, সেবাদাতা যিনি আপনার ঘরে সেবা পৌঁছে দেবে, কতক্ষণ আপনার জন্য কাজ করবেন – ইত্যাদি সব তথ্য অ্যাপেই দেখা যাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপের নতুন সংযোজন  নিয়ে প্রতিষ্ঠান প্রধান আদনান ইমতিয়াজ  হালিম  জানান, “আমাদের লক্ষ্য বাংলাদেশের সব স্তরের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া । এই জন্যই আমরা আমাদের অ্যাপে আরও নতুন সংযোজন এনেছি যাতে সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে ওঠে । বর্তমানে সমগ্র ঢাকা জুড়ে আমরা সেবা দিচ্ছি। ২০১৮ সালের মধ্যে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়বে গোটা বাংলাদেশ জুড়ে।” 

সেবার মাধ্যমে যেমন নাগরিক জীবনের ব্যস্ততায় মানুষেরা ঘরেই বিভিন্ন সেবা পেয়ে উপকৃত হচ্ছেন, সঙ্গে আরও উপকৃত হচ্ছেন হাজারো ক্ষুদ্র ব্যাবসায়ী । ইলেক্ট্রিশিয়ান প্লাম্বার মিস্ত্রী ইত্যাদি ব্যাবসায়ীদের এখন পথে ঘুরে ঘুরে আর কাজ খুঁজতে হচ্ছে না।