তিন দিনে তৈরি ৩ডি প্রিন্টেড গাড়ি

ক্রমেই ৩ডি প্রিন্টিং যুগের দিকে এগোচ্ছে বিশ্ব। ইতোমধ্যেই অনেক খাতে এর বাণিজ্যিক ব্যবহারও শুরু হয়েছে। এবার গাড়ি তৈরিতেও দেখা গেছে ৩ডি প্রিন্টিংয়ের ব্যবহার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 01:12 PM
Updated : 19 March 2018, 01:12 PM

৩ডি প্রিন্টিং প্রযুক্তিতে বড় পরিসরে গাড়ির উৎপাদন শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এরই মধ্যে এই প্রযুক্তিতে গাড়ি বানিয়েছে স্টার্ট-আপ প্রতিষ্ঠান এক্সইভি অ্যান্ড পলিমেকার। ৩ডি প্রিন্টিংয়ের উপাদান তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি।

এই প্রযুক্তিতে এলএসইভি নামের বৈদ্যুতিক গাড়িটি বানাতে সময় লেগেছে তিন দিন, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

গাড়িটির মূল্য বলা হয়েছে সাড়ে সাত হাজার মার্কিন ডলার। গাড়ির চেসিস, আসন এবং কাঁচ ছাড়া সব কিছুই বানানো হয়েছে ৩ডি প্রিন্টিং প্রযুক্তিতে।

বাহ্যিক দিকে থেকে দেখতে স্মার্ট গাড়ির মতোই দেখায় বৈদ্যুতিক গাড়িটি। এর সর্বোচ্চ গতি ঘন্টায় ৪৩ মাইল। একবার পূর্ণ চার্জে ৯৩ মাইল চলবে গাড়িটি।

২০১৯ সালে এশিয়া ও ইউরোপের বাজারে আনা হবে এলএসইভি।

এর আগে এই প্রযুক্তিতে বাড়ি বানানো হয়েছে দুবাইতে। আর ৩ডি প্রিন্টিংয়ের মাধ্যমে প্লেনের অংশ তৈরির লক্ষ্যে কাজ করছে বোয়িং। এছাড়া এই প্রযুক্তিতে জুতা বানানো শুরু করেছে অ্যাডিডাস।

বর্তমান শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠানই এখন এই প্রযুক্তির দিকে এগোচ্ছে।

৩ডি প্রিন্টেড গাড়ি