গুগল সার্চে টুইটারের সুবিধা পাচ্ছেন সঙ্গীতশিল্পীরা?

সংগীতশিল্পীদের সরাসরি সার্চ রেজাল্ট পেইজে আপডেট দেওয়ার সুযোগ দিচ্ছে গুগল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2018, 12:28 PM
Updated : 10 March 2018, 12:28 PM

মার্কিন ওয়েব জায়ান্টটির এমন পদক্ষেপ মাইক্রোব্লগিং সাইট টুইটারের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্থ করতে পারে বলে শংকা প্রকাশ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

‘পোস্ট অন গুগল’ ফিচারের পরিসর বৃদ্ধির অংশ হিসেবেই এই আপডেট এনেছে গুগল। ২০১৬ সালে বড় প্রতিষ্ঠান আর তারকাদের জন্য এই ফিচার চালু করা হয়। ২০১৭ সালে এই ফিচারের আওতায় আনা হয় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও, খবর প্রযুক্তি সাইট ভার্জ-এর।

কোনো ব্যবহারকারী গুগল সার্চে বিখ্যাত কারও নাম লিখে সার্চ করলে একটি কার্ড এসে ওই বিখ্যাত ব্যক্তির তথ্য প্রদর্শন করে। এই কার্ডের নাম ‘নলেজ প্যানেল’। সংগীতশিল্পীদের ‘নলেজ প্যানলে’-এ এই আপডেট প্রদর্শন করা হবে।

সার্চ রেজাল্টের নলেজ প্যানেল দেখানো হয় এমন যে কোনো সংগীতশিল্পী ছবি, ভিডিও, জিফ আর টেক্সট আকারে পোস্ট আপডেট করার সুযোগ পাবেন।

বর্তমানে কোনো সঙ্গীতশিল্পীকে নিয়ে সার্চ করলে গুগল স্বয়ংক্রিয়ভাবে তার ইউটিউব ভিডিও আর জীবনবৃত্তান্তের মতো তথ্য ও কনটেন্ট প্রদর্শন করে। 

কোনো পোস্ট যে সত্যিই ওই সঙ্গীতশিল্পীর কাছ থেকে এসেছে তা নিশ্চিত করতে সঙ্গীতশিল্পীরা ‘নীল টিক’ পেতে পারেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।