তেলেগু ভাষার বাগ সারালো অ্যাপল

আইফোন থেকে তেলেগু ভাষার বাগ সরিয়েছে অ্যাপল। এই ত্রুটির কারণে আইফোন ‘ফ্রিজ’ হয়ে অ্যাপ ক্র্যাশ করছিল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 10:59 AM
Updated : 21 Feb 2018, 10:59 AM

আগের সপ্তাহের শুরুতে প্রথম এই ত্রুটিটি ধরা পড়ে। মেসেজে ভারতীয় তেলেগু ভাষার একটি বিশেষ অক্ষর থাকলেই আইফোন ক্র্যাশ করছিল। এর ফলে মেসেজ, ফেইসবুক মেসেঞ্জার, টুইটার, জিমেইল, আউটলুক এবং হোয়াটসঅ্যাপ-এ প্রবেশ করা যাচ্ছিল না বলে জানানো হয়।

আইওএস-এর ত্রুটি বিল্ট-ইন ম্যাকওএস আর অ্যাপল ওয়াচ-এর মেসেজেস অ্যাপকেও আক্রান্ত করে। ইতোমধ্যেই আইফোন, আইপ্যাড, ম্যাক, স্মার্টওয়াচ এবং অ্যাপল টিভি’র জন্য সফটওয়্যার আপডেট এনেছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

সাম্প্রতিক সময়ে অ্যাপল ডিভাইসে কয়েকবার ‘টেক্সট বোমা’ ত্রুটি দেখা গেছে। কিন্তু সেগুলো সারাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

অ্যাপলের পক্ষ থেকে চলতি বছর জানুয়ারিতে বলা হয়, আসন্ন অ্যাপল আইওএস ১১.৩ আপডেট এমন কিছু ফিচার আনবে যা ব্যবহারকারীদেরকে তাদের ব্যাটারি, অগমেন্টেড রিয়ালিটি (এআর) আর অ্যানিমোজি নিয়ন্ত্রণের ক্ষমতা দেবে।