নারীদের ক্ষমতা বাড়াচ্ছে টিন্ডার 

প্ল্যাটফর্মে নারীদের আরও বেশি ক্ষমতা দিতে নতুন ফিচার এনেছে অনলাইন ডেটিং অ্যাপ টিন্ডার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 01:47 PM
Updated : 17 Feb 2018, 01:47 PM

এই ফিচারের ফলে নারীরা চাইলে শুধু তারা প্রথম বার্তা পাঠিয়েছেন এমন পুরুষদের সঙ্গেই যোগাযোগ সীমাবদ্ধ রাখতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

বৃহস্পতিবার বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কেটওয়াচ-এর ওয়েবসাইটে টিন্ডার-এর মালিক প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ-এর প্রধান নির্বাহী ম্যান্ডি গিন্সবার্গ একটি উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “প্রায়ই নারীরা সত্যিই আলাপ শুরু করতে চান না, কিন্তু তারা যদি এটি চান তাহলে তো বেশ ভালো।”

ম্যাচ গ্রুপ-এর পক্ষ থেকে বলা হয়, নতুন এই অপশনের মাধ্যমে নারীরা কখন আলাপচারিতা শুরু করা যাবে তা ঠিক করে দিতে পারবেন। কিন্তু টিন্ডার-এর প্রতিদ্বন্দ্বী অ্যাপ বাম্বল-এর মতো এটি ডিফল্ট অপশন হিসেবে থাকবে না। 

গিন্সবার্গ বলেন, “মানুষকে পছন্দের সুযোগ দেওয়া আর তাদেরকে কীভাবে সম্পৃক্ত হতে হবে তার মধ্যে বড় পার্থক্য আছে।”

বর্তমানে পুরুষ বা নারী উভয়ই ম্যাচ হয়ে যাওয়া কারও সঙ্গে আলাপচারিতা শুরু করতে পারেন।